যশোর পুলিশের অভিযানে গত বছরে ১৪৭৩ জন আটক

যশোর জেলা পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে গত এক বছরে মাদকদ্রব্য ও বিভিন্ন মালামাল উদ্ধারসহ ১ হাজার ৪ শ ৭৩ জনকে আটক করেছে।

এ সময় এ সব ঘটনার বিপরীতে ১ হাজার ১ শ ৩৪ টি মামলা হয়। অভিযানে অংশ নেয় যশোর কোতয়ালি পুলিশ, ডিবি পুলিশ, সদর ফাঁড়ি পুলিশ, চাঁচড়া ফাড়ি পুলিশ, কসবা ফাঁড়ি পুলিশ, উপশহর ফাঁড়ি পুলিশ, ইছালি ফাঁড়ি পুলিশ, চানপাড়া ফাঁড়ি পুলিশ, নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশসহ অন্যান্য ফাঁড়ি ও জেলার ৯টি থানা পুলিশ।

যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম) সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরের ৯টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪টি পিস্তল, ১৪টি শার্টারগান, ৭টি পাইপগান ও ১৩৩ পিস গুলি এবং ২১ হাজার ৪৯১ বোতল ফেনসিডিল, ৪৬১ কেজি গাঁজা, ৫৬ হাজার ৭৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে জেলা পুলিশ আনুমানিক আট কোটি নব্বই লক্ষ চৌদ্দ হাজার সত্তর টাকা মূল্যের বিভিন্ন মালামাল জব্দ করে সরকারি কোষাগারে জমা দেয়।