চীন ফের সেনা পাঠালে কঠিন পরিস্থিতিতে পড়বে ভারত!

শীতে লাদাখ সীমান্তে চীন ফের কোনো পদক্ষেপ নিলে কঠিন পরিস্থিতিতে পড়তে পারে ভারত।

ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, শীতে চীন ফের কোনো পদক্ষেপ নিলে ভারতের পক্ষে আগের মতো সেনা সমাবেশ করা কঠিন। কারণ, ভারতের দিকে পরিকাঠামো চীনের মতো উন্নত নয়।

মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে। শীতের আগেই লাদাখ থেকে চীন প্রায় ১০ হাজার সেনা সরিয়ে নিয়েছে বলেও দাবি করেছে ভারত।

সূত্রের বরাতে খবরে বলা হয়, গত নভেম্বরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ১৫০ কিলোমিটার বা তার বেশি দূরত্বে মোতায়েন ১০ হাজার সেনাকে সরিয়ে নিয়েছে বেইজিং। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মোতায়েন বাহিনীকে এখনও সরানো হয়নি।

সেখানে এখনও দু’দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভারতও লাদাখে মোতায়েন সেনার একাংশকে সরিয়েছে। তবে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অচলাবস্থা এখনও কাটেনি।