যশোরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী যশোরে উদযাপন করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় যশোর সরকারী মহিলা কলেজে বৃহত্তর যশোর জাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আলোচনা সভা ও কেক কেটে ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) পালন করেছে।

বৃহত্তর যশোর জাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বৈরাচার এরশাদবিরোধী কারা নির্যাতিত ছাত্রনেতা, আল বেরুনী হল সংসদের জিএস আলী সাজ্জাদ মাসুমের সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন নাভারণ কলেজের অধ্যাপক বেলায়েত হোসেন উজ্জ্বল, যশোর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আবু বকর শিবলী, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যাপক মর্জিনা আক্তার রোজী।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবু তোহা ও সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা।

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক হরেকৃষ্ণ মলয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য নিশাত বিজয়।

প্রধান অতিথির বক্তব্যে যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. আহসান হাবীব বলেন, দেশ ভালবেসে এগিয়ে নিতে হবে। নতুন-পুরানো বন্ধন দৃঢ় করে দেশ ও জাতির জন্যে কাজ করতে হবে।

আলোচনা শেষে কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।

আলোচনা সভায় বৃহত্তর যশোর জাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শীতবস্ত বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।