যশোর র‌্যাবের অভিযানে ইয়াবাসহ একজন আটক

যশোর র‌্যাবের অভিযানে মাদকসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত রাসেল মোড়ল (২০) ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদাড়া গ্রামের হযরত মোড়লের ছেলে।

রোববার রাতে জেলার ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদাড়া গ্রামের মনির হোসেনের বাড়ীর পূর্ব পাশে রাস্তার উপর হতে রাসেল মোড়লকে ১শ ৯৪পিস ইয়ারাসহ আটক করা হয়৷

এঘটনায় ঝিকরগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে৷ র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন৷

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন হাড়িয়াদাড়ায় অভিযান পরিচালনা করে রাসেল মোড়লকে (২০) রোববার রাতে ১৯৪ পিস, মোবাইল ১টি, সিমকার্ড-১টি সহ হাতে নাতে গ্রেফতার করে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে৷