বাঘারপাড়ার মিরপুর স্কুলের স্লিপার চুরি নিয়ে তোলপাড়

যশোরের বাঘারপাড়ায় একটি বিদ্যালয়ের স্লিপার (শিশুদের খেলার কাঠামো) চুরি করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ছুটির দিনকে কাজে লাগিয়ে স্লিপারটি বিক্রি করা হয়েে বলে স্থানীয়দের অভিযোগ। মিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এ স্লিপার চুরির ঘটনা নিয়ে এলাকায় বেশ তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদর সংলগ্ন মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলার জন্য বিদ্যালয় প্রাঙ্গনে দু’বছর আগে একটি স্লিপার নির্মাণ করা হয়। ওই স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও মিরপুর গ্রামের মৃত মুজিবর মোল্যার ছেলে শরিফুল ইসলাম যোগসাজস করে স্লিপারটি স্থানীয় ভাঙ্গারি ব্যাবসায়ী সোহেলের কাছে বিক্রি করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। অনেক অভিভাবক ও শিক্ষার্থী এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

স্লিপার চুরির বিষয়ে শরিফুল ইসলাম জানিয়েছেন, ‘স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আমাকে একটি ভাঙ্গারি ক্রয় করা লোক দেখে দিতে বলেন। আমি ভাঙ্গারি ব্যবসায়ীকে শুধুমাত্র ফোন দিয়েছি। তাছাড়া আমি আর কিছু জানিনা।’

ভাংগারি ব্যাবসায়ী সোহেল বলেন, ‘মীরপুর গ্রামের শরিফুল কিছু ভাঙ্গারি মালামাল বিক্রি করবেন বলে আমাকে খবর দিয়ে স্কুলে নিয়ে যান। সেখান থেকে আমি ৪৭ কেজি ওজনের স্লিপারটি এক হাজার চারশ টাকা দিয়ে ক্রয় করি।‘

স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবারে আমি স্লিপারটি দেখে এসেছি। শনিবার সকালে চুরির বিষয়টি জানতে পারি। এ সময় সংবাদ প্রকাশ না করার জন্য প্রধান শিক্ষক অনুরোধ করেন।’

স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল করিম জানিয়েছেন, ‘আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি। এ বিষয়ে কিছুই জানিনা।’

বাঘারপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ‘স্লিপার চুরির সাথে যারা জড়িত আছেন তদন্ত করে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।’