বাঘারপাড়ার দাঁদপুরে একটি পরিবারের উপর হামলার ঘটনায় মামলা

mamla rai

যশোরের বাঘারপাড়ায় সংখ্যালঘু এক পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার বন্দবিলা ইউনিয়নের দাঁদপুর গ্রামের মৃত হাজারী লাল ঘোষের ছেলে সুনীল ঘোষ (৫৩), অশোক ঘোষ (৪৫) ও সমীর কুমার বসুর ছেলে সঞ্চয় বসু (৩২)।

ভূক্তভোগী পরিবার নিরাপত্তা চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) সুনীল ঘোষ বাদী হয়ে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়পুর ইউনিয়নের ভদ্রডাঙ্গা মৌজায় দর্গাহপুর গ্রামের মৃত আদিল উদ্দীনের ছেলে রবিউল ইসলামের মাছের ঘের রয়েছে। এর পাশেই রয়েছে সুনীল ঘোষের পৈতৃক জমি। দীর্ঘদিন যাবৎ সেই জমিতে রবিউল পানির বোরিং (সেচপাম্প) স্থাপনের পায়রাতা করে আসছিলো। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ন’টার দিকে সেখানে রোরিং স্থাপনের সরঞ্জাম নিয়ে আসা হয়। এ সময় সুনীল সেখানে গিয়ে বোরিং করতে নিষেধ করে। রবিউল নিষেধ না মেনেই সেখানে বোরিং স্থাপন করে। এ নিয়ে দুপুরের দিকে সুনীলের বাড়িতে এসে রবিউল বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়। এতে দু’পক্ষের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে চড়াও হয়ে সুনীল, তার ভাই অশোক ও মামাতো ভাই সঞ্জয়কে মারপিট করে রবিউল ও তার লোকজন। এ সময় বাড়ির মহিলারা এগিয়ে এলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। হামলাকারীরা চলে আসলে প্রতিবেশীরা আহত তিনজনকে উদ্ধার করে।

ভূক্তভোগী সুনীল ঘোষ জানান, ‘রবিউল ইসলাম স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা। বর্তমানে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। ঠুনকো ঘটনায় যার তার উপর চড়াও হয়। ইতিপূর্বে রবিউল ও তার লোকজন এলাকার অনেককেই মারপিট করেছে।’

এ ব্যাপারে অভিযুক্ত রবিউল ইসলাম জানান, ‘এখানে জমিজমার সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা আছে। আমি নিজের জমিতেই বোরিং করেছি। সুনীলের বাড়িতে গিয়েছিলাম সত্যি। তর্কবিতর্কের সময় তারা একটা বলেছে আমিও একটা বলেছি। তবে সেখানে কোন মারামারির ঘটনা ঘটেনি। মহিলাদেরও কোন গালিগালাজ করিনি।’

অভিযোগের তদন্ত কর্মকর্তা বাঘারপাড়া থানার এসআই শফিকুল ইসলাম জানান, ‘তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’