যশোরে শিল্পকলা একাডেমির পিঠা উৎসব অনুষ্ঠিত

বারো মাসে তেরো পার্বণের দেশ বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরে অনুষ্ঠিত হয়ে গেলো পিঠা উৎসব ১৪২৭।

আজ শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় এই পিঠা উৎসব।

পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য সুকুমার দাস, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা হায়দার আলী প্রমুখ।

উৎসবের শুরুতে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে একে একে নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির নিজস্ব নৃত্যশিল্পী, সুরধনী, পুনশ্চ যশোর, মাইকেল সঙ্গীত একাডেমি, সুরবিতান, চাঁদের হাট, উদীচী শিল্পী গোষ্ঠী সহ যশোরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

পিঠা উৎসবের শেষ পর্বে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।