হোমভেন্যুতে বসুন্ধরা কিংসের প্রথম জয়

গত মৌসুমে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম বসুন্ধরা কিংসের হোমভেন্যু থাকলে এবার তা পাল্টে গেছে। মূলত করোনাভাইরাসের কারণেই অতিদূরত্বের এই ভেন্যু বাদ দেওয়া হয়েছে। তাই চলতি মৌসুমে বর্তমান চ্যাম্পিয়নদের হোম ভেন্যু বানানো হয়েছে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দ্ত্ত স্টেডিয়াম। আর এই মাঠে নিজেদের প্রথম ম্যাচে আজ ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম থেকেই বল দখলে এগিয়ে থাকে বসুন্ধরা কিংস। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে প্রতিপক্ষের রক্ষণভাগকে। কিন্তু এরপরেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলের জন্য মরিয়া হয়ে উঠে বসুন্ধরা। কিংসের গ্যালারিতে বহুল প্রতীক্ষিত উচ্ছ্বাস দেখা গেল ৬৩ মিনিটে। স্থানীয় তরুণ মোহাম্মদ ইব্রাহিমের দুর্দান্ত ক্রসে ব্রাজিলিয়ান রবসনের নিখুঁত ফিনিশিং। ডানপায়ের জোড়ালো শটে ব্রাদার্সের জাল কাঁপিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে থাকা হাজার সাতেক দর্শককে গোল উপহার দিলেন ব্রাজিলিয়ান রবসন।

এরপর পুরো ম্যাচে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।