বাঘারপাড়া ও বন্দবিলায় সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের পরিচিতি সভা

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ’র যশোরের বাঘারপাড়া উপজেলা ও বন্দবিলা ইউনিয়ন শাখার পরিচিতি পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে সংগঠনের উপজেলা কার্যালয় খাজুরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘মানবতার স্পর্শে দুর হোক অন্ধকার’ এই স্লোগানে সংগঠনের উপজেলা সভাপতি মতিউর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

আক্তারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জুম্মান খান, সংগঠনের বিভাগীর পরিচালক এনদাদুল হক বাবলা, যশোর জেলা সভাপতি ইউসুফ আলী রিপন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, জেলা সদস্য জাহিদ হাসান সাগর, বাঘারপাড়া উপজেলা সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান। সভায় সংগঠনের বাঘারপাড়া উপজেলা ও বন্দবিলা ইউনিয়ন শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ নামের এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি যাত্রা শুরু করে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য।