নড়াইলে ১৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

মাদককে না বলি, সোনার বাংলা গড়ে তুলি-এই স্লোগানে নড়াইলে প্রায় ১৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) বিকেলে নড়াইল আদালত চত্বরে বুলডোজার দিয়ে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এর মধ্যে রয়েছে, এক হাজার ১শ বোতল ফেনসিডিল, ৩০ বোতল মদ, ২৬৬ পিস ইয়াবা এবং দুকেজি ১৭ গ্রাম গাঁজা।

এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, বিভিন্ন সময়ে মাদকসহ আসামিদের গ্রেফতার করে পুলিশ। এই মামলাগুলো তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। আদালত বিচার কার্য শেষে মাদক সংক্রান্ত আলামতগুলো ধ্বংসের আদেশ দেন। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১৯ লাখ টাকা। মাদক নির্মূলে নড়াইল জেলা পুলিশ সব সময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।