এক রকেটে ১৪৩ স্যাটেলাইট উৎক্ষেপণ!

মার্কিন নভোযান প্রস্ততকারী প্রতিষ্ঠান স্পেসেক্স একটি মাত্র উৎক্ষেপকের সাহায্যে মহাকাশে সফলভাবে ১৪৩ স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছে।

ট্রান্সপোর্টার-১ নামে ওই উৎক্ষেপকের সাহায্যে ওই রেকর্ডসংখ্যক স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। খবর আনাদোলুর।

রোববার ১৪৩তম স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর ফ্লোরিডায় স্পেসেক্সের উৎক্ষেপণ কেন্দ্র থেকে ট্রান্সপোর্টার-১ ছোট ওই স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করেছে।

মহাকাশে প্রেরণ করা ১৪৩ স্যাটেলাইটের মধ্যে ১৩৩টি বাণিজ্যিক এবং ১০টি স্পেসেক্সের নিজের মালিকাধীন প্রতিষ্ঠান স্টারলিংক ইন্টারনেটের।