সাংবাদিকদের নামে জিডি করায় রূপদিয়া প্রেসক্লাবের নিন্দা

যশোরে একযোগে দুই সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের জিডি (সাধারণ ডায়েরী) করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন প্রেসক্লাব রূপদিয়া সহ বিভিন্ন পত্র-পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব রূপদিয়ার কার্যলয়ে এক জরুরী সভায় স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ ও উদ্দেশ্যমূলক ভাবে একযোগে যশোরের বিভিন্ন থানায় পুলিশের করা সাধারণ ডায়েরী (জিডি) অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব রূপদিয়ার সভাপতি রবিউল খান (দৈনিক গ্রামের কাগজ), সহ-সভাপতি মাস্টার আকতারুজ্জামান (দৈনিক প্রতিদিনের কথা), সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ (দৈনিক সমাজের কথা) যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সানি (খোলা কাগজ), কোষাধ্যক্ষ শাহীন আলম (দৈনিক যশোর), দপ্তর সম্পাদক কামরুজ্জামান নয়ন (দৈনিক জন্মভূমি), প্রচার সম্পাদক রোভার ইমরান খান (দৈনিক প্রতিদিনের কণ্ঠ), কার্য নির্বাহী সদস্য আলমগীর কবির (দৈনিক লোকসমাজ), রিয়াজ উদ্দিন তুহিন (দৈনিক প্রতিদিনের কণ্ঠ), মাসুদ পারভেজ (দৈনিক যশোর), আল-আমিন হোসেন (দৈনিক ডেসটিনি), আব্দুল মজিদ, হাসিবুল ইসলাম শান্ত, আসিফ খান প্রমুখ।

যশোরের বিভিন্ন থানায় ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাকিরুল কবির রিটন ও নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি রিপণ হোসেনের নামে যশোরের বিভিন্ন থানায় পুলিশ সম্প্রতি একযোগে সাধারণ ডায়েরী (জিডি) করে।