‘মানুষ শীতে কষ্ট পাচ্ছে, আর মন্ত্রী-এমপিরা লুটপাটে ব্যস্ত’

ruhul kabir rizvi
ফাইল ছবি

‘দেশে হাজার হাজার মানুষ শীতে কষ্ট পাচ্ছে। আর আওয়ামী লীগের এমপি, মন্ত্রীরা সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে লুটপাটে ব্যস্ত। তাঁরা শীতার্ত মানুষের জন্য কিছুই করেননি।’

আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে পুরান ঢাকার রায়সাবাজার মোড়ে ছাত্রদল সহ-সভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের আগে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘মানুষের জীবন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। এই সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না। হাজার হাজার মানুষ শীতে কষ্ট পাচ্ছে। কোথায় আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি), মন্ত্রীরা। তাঁরা সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে লুটপাটে ব্যস্ত।’

রিজভী আরো বলেন, করোনা থেকে মুক্ত হওয়ার জন্য সরকার টিকা দেওয়ার কথা বলছে। এই টিকায় মানুষ বাঁচবে কি বাঁচবে না তা নিশ্চিত নয়। আমরা আগেই বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগে নিন কিন্তু তারা কেউ নেননি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ঘর থেকে বের হন না। মানুষের প্রতি প্রধানমন্ত্রীর দরদ থাকলে তিনি বের হয়ে দেখতেন, মানুষ কতটা কষ্টে আছে। মানুষ কীভাবে হাসপাতালে বেড পায় না, অক্সিজেন পায় না, ধুঁকতে ধুঁকতে মানুষ মারা যাচ্ছে।’

করোনা টিকা প্রদান প্রসঙ্গে রিজভী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বলা হয়েছে ভারতের এই টিকা বাংলাদেশ টেস্ট করার জন্য দেওয়া হয়েছে। এই টিকা দেওয়ার পর মানুষ বাঁচে না মারা যায় তা দেখার জন্য। এই টিকা শুরু করেছে একজন নার্সকে দিয়ে। পৃথিবীর অন্যান্য দেশে এই কাজটি করা হয়নি। আমেরিকায় টিকা নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন, তুরস্কের প্রেসিডেন্ট প্রথম টিকা নিয়েছেন। এই কারণে এদেরকে দৃষ্টান্ত করে দেখে মানুষ।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।