যশোরে অটো রিক্সা ছিনতাইয়ের অভিযোগে আটক এক

jessore atok map

যশোর শহরের জেস টাওয়ারের সামনে থেকে অটো রিক্সা ভাড়া নিয়ে ছিনতাইকালে আবু ফুরাদ নামে এক যুবককে ধরে গণধোলাই দিয়ে জনতা পুলিশে সোপর্দ করেছে।

ধৃত ছিনতাইকারি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মাছ রাঙ্গা গ্রামের বর্তমানে যশোর শহরের খড়কী পীর বাড়ির পাশে রেল লাইন বস্তির আলামিনের ছেলে। এ সময় আবু ফুরাদের ভাইসহ দু’জন পালিয়ে যায়। ছিনতাইয়ের ঘটনায় কোতয়ালি থানায় শুক্রবার গভীর রাতে মামলা হয়েছে।

যশোর শহরতলী পালবাড়ী মূর্তির মোড়ের ওজিয়ার রহমানের ছেলে বিল্লাল হোসেন মামলা বলেছেন, তার ৫০ হাজার টাকা মূল্যের ফজর আলী অটো রিক্সা চালাতো। ফজর আলী উক্ত অটো রিক্সা নিয়ে যশোর শহরের জেস টাওয়ারের সামনে (২৯ জানুয়ারী) শুক্রবার সন্ধ্যায় অবস্থান কালে আবু ফুরাদ অটো রিক্সা ভাড়া নিয়ে চাঁচড়া বাবলাতলা কবরস্থান এলাকায় ভাড়া নিয়ে যায়। সেখানে পৌছালে আবু ফুরাদসহ তার ভাই ওমর খড়কীর লাভলু রিক্সার গতিরোধ করে। অটো রিক্সার চালক ফজর আলীকে এলোপাতাড়ী মারপিট করে তার কাছ থেকে অটো রিক্সা নিয়ে চলে যায়। পরে উক্ত রিক্সা আবু ফুরাদ সদর উপজেলার মালঞ্চী নামক স্থানে পাকা রাস্তার উপর রাত পৌনে ১১ টায় অটো রিক্সার ব্যাটারী খোলার সময় স্থানীয় লোকজন সন্দেহ জনকভাবে আবু ফুরাদকে অটো রিক্সাসহ আটক করে। পরে তাকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। আবু ফুরাদের ভাই ওমর আলীর সাথে অটো রিক্সার চালক ফজর আলীর পূর্ব পরিচিত।