কেশবপুর পৌর নির্বাচনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ

jessore map

কেশবপুর পৌরসভা নির্বাচনে দাখিল করা ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার এই যাচাই-বাছাই করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বজলুর রশিদ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৫ জন মনোনয়নপত্র জমা দেন। মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কাদের। তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে তিনজন, ২নং ওয়ার্ডে চারজন, ৩নং নম্বর ওয়ার্ডে ১১ জন, ৪নং ওয়ার্ডে চারজন, ৫নং ওয়ার্ডে চারজন, ৬নং ওয়ার্ডে চারজন, ৭নং ওয়ার্ডে সাতজন, ৮নং ওয়ার্ডে সাতজন এবং ৯নং ওয়ার্ড থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এবং আজ তা বৈধ হয়।

এছাড়া, তিনটি সংরক্ষিত ওয়ার্ডের ১ নম্বরে চারজন, ২ নম্বরে ছয়জন ও ৩ নম্বরে পাঁচজন নারী প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।