আওয়ামী লীগের কর্মসূচি আসছে ১৫ ফেব্রুয়ারি

A. Lig Logo

দেশের সকল মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সকল শাখায় আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ আহ্বান জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আমাদের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি গ্রহণ করার জন্য আমি আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি।

ওবায়দুল কাদেরের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের সমাবেশ, জনসংযোগের কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। এ বিষয়ে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ স্ব-স্ব বিভাগের কর্মসূচি সমন্বয় করবেন।