ভালোবাসা দিবসে যশোরে এক দম্পত্তির থ্যালেসেমিয়া আক্রান্ত শিশুদের রক্ত দান

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্তদিয়ে ব্যতিক্রমী ভাবে বিশ্ব ভালোবাসা দিবস পালন করলেন খালেদুর রহমান টিটো ও নুরুন্নাহার স্বপ্না নামে এক দম্পত্তি। এদিনে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু পেল শ্রেষ্ঠতম উপহার। রোববার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এই দম্পত্তি উভয়ে রক্ত দিলেন দুইজন শিশুকে।

খালেদুর রহমান টিটু ও নুরুন্নাহার স্বপ্না জানান, বিশ্ব ভালোবাসা দিবসে রক্ত দেবেন বলেন তারা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর সন্ধ্যান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। সে মোতাবেক ১৩ ফেব্রুয়ারি এক শিশুর পরিবার তাদের সাথে যোগাযোগ করেন। বিশ্ব ভালোবাসা দিবস রোববারে সকালে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওই দম্পত্তি থ্যালাসেমিয়া আক্রান্ত দুই শিশুকে রক্ত দেন।

তারা জানান, বাবা-মায়ের সামান্য ভুলের কারণে যেন বাংলাদেশে আর কোন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম না হয়। এজন্য তারা বিয়ের আগে রক্ত পরীক্ষা করা এবং তারা থ্যালাসেমিয়ার বাহক কিনা তা জেনে এবং বুঝে বিয়ে করার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করেন।

বিশ্ব ভালোবাসা দিবসে এ দম্পত্তির ভালোবাসাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।