জিয়ার খেতাব বাতিল ইস্যুতে এবার মুখ খুললেন জাফরুল্লাহ

jafor ullaha

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের উদ্যোগের বিষয়ে এবার কথা বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘একদিকে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হচ্ছে, অন্যদিকে একজন মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নেওয়া হচ্ছে। এটি সরকারের পরস্পরবিরোধী আচরণের বহির্প্রকাশ।’

এর আগে এই ইস্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলেন নেতারা নানা কথা বলেছেন।
উল্লেখ্য, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের ‘বীর উত্তম’ খেতাব গত ৯ ফেব্রুয়ারি বাতিলের উদ্যোগ নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এখন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এই সিদ্ধান্তের প্রস্তাব পাঠাবে জামুকা। এরপর মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করবে।