রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ক্রোতোনেকে ৩-০ গোলে হারিয়ে সিরি-এ লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল জুভেন্টাস। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে হারের পর জয়ের স্বাদ পেল জুভেন্টাস৷ লিগে গত রাউন্ডে নাপোলির মাঠে ০-১ ব্যবধানে হেরেছিলেন রোনালদোরা৷ তারপর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোর বিরুদ্ধে তাদের মাঠে ১-২ গোলে হারে জুভেন্টাস৷

ক্রোতোনের বিরুদ্ধে এদিন জোড়া গোল করে মৌসুমে সিরি-এ টুর্নামেন্টে ১৮তম গোল হয়ে গেল রোনালদোর৷ একই সঙ্গে জুভেন্টাসের জার্সিতে ৭০টি গোল করেছেন পর্তুগিজ তারকা৷ চলতি মৌসুমে অবশ্য ইব্রাহিমোভিচের থেকে বেশি গোল করেছেন রোনালদো৷ এখনও পর্যন্ত এসি মিলানের জার্সিতে ১৩টি ম্যাচে ১৪টি গোল করেছেন ইব্রাহিমোভিচ৷

সোমবার শুরু থেকে বল দখলের লড়াই জুভেন্টাস এগিয়ে থাকলেও গোলের প্রথম সুযোগটি পেয়েছিল ক্রোতোনে৷ সাত মিনিটে সতীর্থের ক্রস ডি-বক্সে পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি মিডফিল্ডার আর্কাদিউস রেকা৷ ২৯ মিনিটে দারুণ এক সুযোগ পান রোনালদো৷ কিন্তু তা কাজে লাগাতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড৷

৩৭তম মিনিটে চিয়েসার ক্রসে কাছ থেকে অ্যারন র‌্যামজির হেড গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে৷ পরের মিনিটেই আলেক্স সান্দ্রোর ক্রসে ছয় গজ বক্সের সামনে থেকে হেডে গোল করেন রোনালদো৷ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সিআর সেভেন৷ ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক৷ তারপর র‍্যামজির ক্রসে লাফিয়ে হেডে নিজের গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার৷

পরের মিনিটেই হ্যাটট্রিক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন রোনালদো৷ সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি৷ তবে ৬৬ মিনিটে জুভেন্টাসের হয়ে স্কোরলাইন ৩-০ করেন ম্যাককেনি৷ ২২ ম্যাচে ১৩টি জয় ও ছয়টি ড্র করে ৪৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে জুভেন্টাস৷