বাছাইয়ে ষষ্ঠ রোমান সানা

লম্বা সময় পর জাতীয় চ্যাম্পিয়নশিপে নামলেন রোমান সানা। কিন্তু তারকা এই আর্চার প্রত্যাশিত আলো ছড়াতে পারেননি। রিকার্ভ পুরুষ এককের বাছাইয়ে ষষ্ঠ হয়েছেন দেশকে টোকিও অলিম্পিকের টিকেট এনে দেওয়া এই আর্চার।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাছাইয়ে ৬৪৪ স্কোর গড়ে ৬৯ জন প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ হয়েছেন রোমান।

সর্বশেষ নেপাল ও কাঠমান্ডুর এসএ গেমসে তিন ইভেন্টে সোনা জেতা রোমান রিকার্ভ এককের বাছাইয়ে ৬৮৬ স্কোর গড়েছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এটাই তার সর্বোচ্চ স্কোর।

রোমানের প্রিয় ইভেন্টের বাছাইয়ে ৬৫৭ স্কোর গড়ে সেরা হয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর আর্চার রামকৃষ্ণ সাহা। ৬৫৪ স্কোর নিয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির সাকিব মোল্লা হয়েছেন দ্বিতীয়।

মেয়েদের রিকার্ভ এককে ৬১৫ স্কোর নিয়ে বাছাইয়ে প্রথম হয়েছেন ঢাকা আর্মি আর্চারি ক্লাবের মেহনাজ আক্তার মনিরা। গত এসএ গেমসে সোনা জেতা ইতি খাতুন ৬০৭ স্কোর নিয়ে হয়েছেন দ্বিতীয়।

জাতীয় চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসরে ৪০টি দলের মোট ১৪৮ জন আর্চার অংশ নিচ্ছে। রিকার্ভে ৬৮ জন পুরুষ, ৩০ জন মহিলা এবং কম্পাউন্ডে ৩০ জন পুরুষ ও ২০ জন মহিলা।