ভারতে আরও কমল স্বর্ণের দাম

gold jewellery

ভারতের বাজারে সোমবার সপ্তাহের প্রথমদিনেও দর পড়েছে স্বর্ণের। সোমবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪,৬৫৩ রুপি। গেল বছর ভারতের বাজারে সোনার দর রেকর্ড ৫৬,২০০ টাকায় পৌঁছেছিল।

চলতি বছরে টানা দরপতনে এখন পর্যন্ত ১০ গ্রাম সোনার দাম ৫,০০০ রুপির বেশি কমেছে। অর্থাৎ রেকর্ড দরের থেকে ১০ গ্রাম হলুদ ধাতুর দাম প্রায় ১১,৫৫০ রুপি কমেছে।

এদিকে, বিশ্ব বাজারে অবশ্য সোনার দর বেড়েছে। এক আউন্স সোনার দাম ০.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,৭০৮.৫১ ডলার। গত সেশনে আবার হলুদ ধাতু ন’মাসের সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছে। মার্কিন আর্থিক প্যাকেজের জেরে সোনার চাহিদা বেড়েছে। জিয়োজিত্‍ ফিনান্সিয়াল সার্ভিসের তরফে জানানো হয়েছে, যতদিন এক আউন্স সোনার দাম ১,৭৬০ ডলারের নীচে দাম থাকলে সোনা নিম্নগামীই থাকবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস।