কিডনী রোগে আক্রান্ত ট্রাকচালক রেজাউলের বাঁচার আকুতি

সপ্তাহে দুইটি ডায়ালাইসিস করাতে হিমশিম খেতে হচ্ছে পুরো পরিবারকে। এরপরও থেমে নেই অসহায় ওই পরিবারটির উপর্যনক্ষম একমাত্র মানুষটির প্রাণবাঁচানোর আপ্রাণ চেষ্টা।

গত এক বছর ধরে কিডনী রোগে আক্রান্ত হয়ে বিছানাই পড়েন ট্রাকচালক রেজাউল ইসলাম খান। অত্যান্ত ব্যয়বহুল এই চিকিৎসায় গচ্ছিত সবটুকু শেষ করে তারা এখন নি:স্ব। সপ্তাহের ব্যবধানে দুইটি ডায়ালাইসিস করানোর মত ব্যয় বহণ করাও পরিবারটির পক্ষে একদমই অসম্ভাব হয়ে পড়েছে এখন। সয্যাশয়ী (ট্রাক-ড্রাইভার) রেজাউল ইসলাম তাঁর চিকিৎসা নিয়ে চরম চিন্তিত। এই সুন্দর পৃথিবীতে সন্তানাদি নিয়ে আরও কিছুদিন বাঁচার আকুতি ঝরছে চোখে-মুখে। এসব বিলাপ করতে-করতে কান্নায় ভেঙে পড়েন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া গ্রামের খাঁনপাড়ার দিনমজুর মোহাম্মাদ খানের ছেলে এক সময়কার ট্রাকচালক রেজাউল ইসলাম (৫০)। এমন অবস্থায় সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে চিকিৎসা ব্যয়ে আর্থিক ভাবে সহযোগীতা চেয়েছে।

ছোট-ছোট ৪টি মেয়ে রয়েছে তার। চিকিৎসা করাতে যেয়ে নি:স্ব পরিবারটি এখন চোখে অন্ধকার দেখছে। কি ভাবে বাঁচাবেন রেজাউল’কে তা ভেবে দিশেহারা দিনমজুর বয়বৃদ্ধ পিতা মোহাম্মাদ আলী খান। তিনি সমাজের সকলের কাছে সহযোগীতা চেয়েছেন সন্তানের জন্য। সাহায্য করতে চাইলে মো: রেজাউল ইসলাম (ড্রাইভার) বিকাশ নাম্বার ০১৭১৮-৯৭৫৭৯৮ ও ০১৯৬৪-১৩৬৩২৩ (পার্সোনাল)