যশোরে গাঁজাসহ গৃহবধূ গ্রেফতার

jessore atok map

যশোরের চাঁচড়া বাজার মোড়ে অভিযান চালিয়ে এক কেজি দুইশো’ গ্রাম গাঁজাসহ হামিদা বেগম নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

চাঁচড়া ফাঁড়ি পুলিশ রোববার সকালে তাকে গ্রেফতার করেছে। তিনি যশোরের মণিরামপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত খোকনের মেয়ে ও আনোয়ার হোসেনের স্ত্রী।

চাঁচড়া ফাঁড়ির এএসআই মোস্তাফিজুর রহমান জানান, রোববার (১৪ মার্চ) সকাল পৌনে ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে উল্লেখিত স্থানে অভিযান চালায়। এসময় সেখানে গাঁজা নিয়ে অবস্থানকারী গৃহবধূ দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় হামিদা বেগমকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১ কেজি ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে হামিদা বেগমকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দিয়েছে। হামিদা বেগমকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে মাদক মামলায়।