করোনায় প্রাণহানি বেড়ে চলেছে, একদিনে ২৬ মৃত্যু

corona

করোনাভাইরাসে দেশে মৃত্যু ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। গত আড়াই মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যু।

এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭৭৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৩২ জন।

রোববার করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় একদিনে আরও ২৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মহামারিতে ৮ হাজার ৫৭১ জনের মৃত্যু হলো।

এই সময়ে নতুন শনাক্ত হয়েছেন আর ১ হাজার ৭৭৩ জন; যা গত তিন মাসের মধ্যে সর্বাধিক শনাক্তের রেকর্ড। দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৪৩২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন হয়েছে।

দেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।