বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি উপলক্ষে প্রেসক্লাব যশোরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
সোমবার সকালে এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, সংবাদপত্র এজেন্ট এজাহার আলী, আনোয়ার আলম।
আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোর এর সাধারণ সম্পাদক আকরামুজ্জামান।