ঝিনাইদহে সরকারি সেবা বিষয়ক গণশুনানী

Jhenaidah map

ঝিনাইদহে সরকারি সেবা কিভাবে গ্রহণ করা যাবে, সেবা না পেলে করণীয় ও সেবা বঞ্চিতদের নিয়ে গণশুনাণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের এইড কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প।

শুনানীতে ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ও কুমড়াবাড়ীয়া ইউনিয়নের ১৪ টি গ্রামের ১০০ জন সেবা গ্রহীতা অংশ নেয়। থানায় সেবা গ্রহণ, সেবা না পেলে করনীয়সহ নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র প্রকল্প সমন্বয়ক খোন্দকার আশরাফুন্নাহার আশা, পিও বিষ্ণু পদ ঘোষ, আয়াতুল্লাহ, মামুনুর রশীদ, পারভীন আক্তারাসহ অন্যান্যরা।