যশোরে হোটেল শ্রমিককে গলা কেটে জখম

আকাশ বিশ্বাস (২২) নামে এক হোটেল শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে গলার এক অংশ কেটে গুরুত্বর জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে যশোর শহরের মণিহার এলাকায়।

আকাশ বিশ্বাস নড়াইলের লোহাগড়া উপজেলার বাটুদাহ গ্রামের মধু বিশ্বাসের ছেলে। তিনি যশোর শহরের বিমান অফিস মোড়ে ওয়েসিস ক্যাফের কর্মচারী।

আহত আকাশ জানায়, বেলা ১১টার দিকে বড়বাজারে কেনাকাটার জন্য যাই। ওই সময় চার যুবক আমাকে অস্ত্রের মুখে ইজিবাইকে উঠিয়ে মণিহারের এলাকায় নিয়ে যায়। সেখানে একটি ঘরের ভেতরে আটকে রেখে আমাকে অনেক মারধর করে। একপর্যায়ে আমার শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে আঘাত ও বার্মিজ চাকু দিয়ে গলায় পোঁচ মেরে চলে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আহম্মেদ তারেক সামস বলেন, আকাশের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করে ওটিতে পাঠানো হয়েছে।

কোতয়ালী থানার ইনসপেক্টর (অপারেশন) আবু হেনা মিলন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।