জয় ধরে রেখে কোয়ার্টারে ম্যান সিটি

উফেয়া চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের দ্বিতীয় লেগের খেলায় জার্মান ক্লাব মনশেনগ্লাডবাগকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এর আগে প্রথম লেগের ম্যাচেও একই ব্যবদানে জিতেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছে ম্যান সিটি।

এ জয়ের মাধ্যমে এক অনন্য রেকর্ড গড়েছে ইংলিশ ক্লাবটি। টুর্নামেন্টের ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে টানা সাত ম্যাচ গোল হজম না করার রেকর্ড গড়েছে ম্যান সিটি। ২০০৫ সালে টানা সাত ম্যাচ কোনো গোল হজম করেনি এসি মিলান। আর ২০০৬ সালে টানা সবচেয়ে বেশি দশ ম্যাচ নিজেদের জাল অক্ষত রাখার রেকর্ড গড়েছে আর্সেনাল।

বল দখলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা সিটি সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায়। জোয়াও কানসেলোর ক্রস ডি-বক্সে খুঁজে পায় ফিল ফোডেনকে। ইংলিশ মিডফিল্ডারের ভলি ডান দিকে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক ইয়ান সমের। পরের মিনিটে ব্রিল এমবোলোর শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন সিটি গোলরক্ষক এডারসন।

অতপর ম্যাচের প্রথম গোল আসে ১২তম মিনিটে। কেভিন ডি ব্রুইনের চমৎকার গোলে এগিয়ে যায় সিটি। রিয়াদ মাহারেজের পাসে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন বেলজিয়ান মিডফিল্ডার। বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়।

অষ্টাদশ মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ফোডেন পাস দেন ডি-বক্সের সামনে। ভেতরে ঢুকে ডান পায়ের নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন গিনদোয়ান।

এরপর পুরো ম্যাচে গোল করতে পারেনি কোনো দল। ফলে ২-০ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন পেপ গার্দিওলার শিষ্যরা।