যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে ১০১ পাউন্ড কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) দুপুর ১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী ও জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
একই সাথে ঘোড়ারগাড়ি সমেত একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বাদ্যযন্ত্রের তালে র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতিয়ার রহমান সরদার ও আবু বক্কার শিকদার, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার ও আবুল সরদার, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ ডাকু, মাস্টার ঈমদাদ হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, জামান চিশতি, সাইফুজ্জামান চৌধুরী ভোলা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বর্তমান যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন প্রমুখ।