যশোর পৌরসভা নির্বাচন বর্জন করেছে বিএনপি

bnp logo

যশোর পৌরসভা নির্বাচন বর্জন করেছে বিএনপি। ফলে, আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে থাকছেন না বিএনপির প্রার্থী। যদিও ব্যালটপেপারে বিএনপি প্রার্থীর নাম থাকবে। কারণ তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এর ফলে, আওয়ামী লীগ প্রার্থী হায়দার গণি খান পলাশের এখন ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে বর্জনের ঘোষণা দেয়া হবে বলে বিএনপির মেয়র প্রার্থী মারুফুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।

তবে, বিএনপি দলীয় কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তারা ইচ্ছে করলে ভোটে থাকতেও পারেন, সরে যেতেও পারেন। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা বিএনপির ওই সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

সভায় মেয়র প্রার্থী মারুফুল ইসলাম ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, হাজি আনিসুর রহমান মুকুল প্রমুখ।