সুনামগঞ্জের ঘটনায় যশোরে পূজা পরিষদের মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সনাতন ধর্মালম্বী অধ্যুষিত গ্রামে হেফাজতে ইসলামের সমর্থকদের হামলা, ভাঙচুর লুটপাটের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে যশোরের মানববন্ধনের আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ ছয় দফা দাবি তুলে এ ঘটনায় দোষীদের আটক ও সুষ্টু বিচার দাবি করেন।

সোমবার বেলা ১১টায় চৌরাস্তায় আয়োজিত এ মানববন্ধনের অসম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রগতিশীল মানুষসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

যশোর জেলা, সদর ও পৌর পূজা পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ একটি ষড়যন্ত্রকারী দেশের সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রেখেছে। তাদের সুচিন্তিত পরিকল্পনায় সংখ্যালঘুদের উপর হামলা চলছেই। একই দেশে বসবাস করে কেন, একই দেশের নাগরিকদের কাছে হামলা মামলার শিকার হতে হবে।
তারা বলেন, কেন সংখ্যালঘুদের আড় চোখে দেখা হয়, সবাই তো বাঙালি একই দেশের নাগরিক। তাহলে বার বার হামলা হবে আর বিচার হবে না, তা মেনে নেবে না এ দেশের মুক্তিকামী মানুষ।
এ সময় বক্তারা ছয় দাবি ছুড়ে বলেন, ইতিপূর্বে এ দেশে যত সংখ্যালঘুদের উপর হামলা ও মামলা হয়েছে তার সুষ্টু তদন্ত এবং বিচার নিশ্চিত, সংখ্যালঘুদের সমধিকার ও সুরক্ষা আইন প্রণয়ন, হিন্দু কল্যাণ ট্রাস্ট বাতিল করে ফাউন্ডেশন গঠন, হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন, রাষ্ট্র ভাষা ইসলাম বাতিল করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রূপ দেয়া এবং সুনামগঞ্জের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের যুবককে অতিদ্রুত মুক্তি দিয়ে প্রকৃত দোষীদের আটকের জোর দাবি করেন নেতৃবৃন্দ।
বক্তব্য দেন যশোর সদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, ওয়ার্কার্স পার্টির (মার্কবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জেলা পূজা পরিষদের সভাপতি অসীম কুন্ডু, সহসভাপতি দুলাল সমাদ্দার, বিষ্ণু সাহা, দীপক রায়, সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, সাংগঠনিক সম্পাদক বৈদ্যনাথ দাস, কাউন্সিলর সন্তোষ দত্ত, সদর উপজেলার কমিটির সভাপতি দেবেন ভাস্কার, সাধারণ সম্পাদক রবিন পাল, সঞ্জয় জোয়াদ্দার।

আরও বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির যশোরের সদস্য অনুপ কুমার পিন্টু, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ফুল, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক ফিরোজ ইকবাল, ছাত্র মৈত্রীর জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুপ মিত্র। সঞ্চালনায় ছিলেন জেলা পূজা পরিষদের কোষাধ্যক্ষ মৃনাল কান্তি দে।