হাসিনা বেগম নামে এক নারীর সন্ধান চান তার পরিবার

যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের হাসিনা বেগম নামে এক মানসিক প্রতিবন্ধি নারী হারিয়ে গেছে।

তিনি গত ১৪ মার্চ সকালে নিজ গ্রাম জঙ্গলবাধাল গ্রাম থেকে রাজারহাট কচুয়া গ্রামে তার মায়ের বাড়িতে বেড়াতে আসেন। ১৯ মার্চ সকাল ৮টায় রাজারহাট কচুয়া থেকে জঙ্গলবাধাল গ্রামে যাওয়ার সময় হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে কোথায় পাওয়া যায়নি। তার গায়ের রং ফর্সা। উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। মুখমন্ডল গোলাকার। মাথার চুল কালো। তার গায়ে কালো রঙের বোরকা ও হলুদ রঙের ওড়না ছিল।

এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। যার নং ১৩৮৩। যদি কোন সুহৃদ তার সন্ধান পান তাহলে তার ছেলে রানা হোসেনের ০১৮৭৬-৭২৯২১৯ মোবাইল নম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।