মানহানির মামলা থেকে জামিন পেলেন কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের বিরুদ্ধে আন্ধেরির এক নিম্ন আদালতে মানহানির মামলা দায়ের করেছিলেন বর্ষীয়ান গীতিকার-কবি জাভেদ আখতার। সেই মামলার পরিপ্রেক্ষিতেই চলতি মাসের শুরুতে কঙ্গনার নামে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন মুম্বাই আদালত।

নির্দিষ্ট দিনে আদলতে উপযুক্ত কারণ না জানিয়ে হাজিরা না দেওয়ার জেরেই অভিনেত্রীর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন আদালত। তবে গত ২৫ মার্চ তার থেকে স্বস্তি পেলেন ৩৪ বছর বয়সী এই তারকা।

এদিন অন্ধেরির আদালতে হাজিরা দেন কঙ্গনা। এরপর আদালতে তার নামে জারি জামিনযোগ্য পরোয়ানা খারিজের আর্জি জানান বলিউডের এই অভিনেত্রী, একইসঙ্গে জামিনের আর্জিও আদালতের সামনে রাখেন তিনি। পরে কঙ্গনার জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।

পাশাপাশি এদিন কর্নাটক হাইকোর্টের কাছ থেকেও বড় রেহাই পেলেন অভিনেত্রী। কৃষক আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে কঙ্গনার বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করে দিয়েছে হাইকোর্ট।