কারামুক্ত দিলুকে পেয়ে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস

এক মাস নয় দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এর পরদিন শুক্রবার নিজ এলাকায় পৌঁছালে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

এদিন বিকেলে দিলু পাটোয়ারীর আগমনের খবর পেয়ে খাজুরা বাসস্ট্যান্ডে জড়ো হন তার শত শত কর্মী-সমর্থক। অনেকদিন পর প্রিয় নেতাকে কাছে পাওয়ায় তাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করে। স্লোগান সহকারে কর্মী-সমর্থকেরা খাজুরা বাজারে একটি মিছিল করে। পরে প্রায় দুইশ’ মোটসাইকেল নিয়ে সমগ্র জহুরপুর ইউনিয়নে নজরকাড়া শোডাউন বের হয়।

সন্ধ্যায় ইউনিয়নের বেতালপাড়া বাজারে আয়োজিত পথসভায় যোগ দেন দিলু পাটোয়ারী।

সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, খালেদুর রহমান টিটো হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে দিলু পাটোয়ারীকে জড়ানো হয়েছে। একটি কূচক্রী মহল রাজনৈতিক ফায়দা নিতে এ হীন কর্মকান্ড ঘটিয়েছে বলে দাবি করেন তারা।

নেতৃবৃন্দ হুঙ্কার দিয়ে বলেন, ‘মিথ্যা মামলা থেকে দিলু পাটোয়ারীসহ অন্যান্য নির্দোষদের নাম প্রত্যাহার করা না হলে আগামীতে বাঘারপাড়ায় বড় আন্দোলন করা হবে।’