যশোরের মুড়লি মোড়ে বাসের ধাক্কায় নিহতের ঘটনায় মামলা

যশোর শহরতলীর মুড়লি মোড়ে সোহাগ পরিবহনের ধাক্কায় নিহতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। শহরের আরবপুরের বাঁচতে শেখা অফিসের পাশে নিহত আবু হোরাইরার স্ত্রী নাসিমা বেগম (৫০) বাদি হয়ে শুক্রবার (২৬ মার্চ) মামলা করেন। মামলায় বাসের অজ্ঞাত নামা চালককে আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে আমার স্বামী হোরাইরা মুড়লি মোড়ে মোজাম্মেলের ভাঙ্গাড়ি দোকানের সামনে পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামি সোহাগ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে আবু হোরাইরাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় আবু হোরাইরা রাস্তার উপর পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় বেলা ১ টার দিকে আবু হোরাইরাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর বেলা দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবু হোরাইরা মারা যায়।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোহম্মদ মহিউদ্দিন বলেন, দুর্ঘটনার সাথে জড়িত মামলার আসামি অজ্হাত চালককে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে খোঁজ খবর নেয়া হচ্ছে। দ্রুতই আসামি আটক করা হবে।