বুলেটের বদলা চাই ব্যালটে, আমি রয়েল বেঙ্গল টাইগার: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, মানুষ যখন ভোট দিতে যাচ্ছে, ভোট গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, সেখানে মুখ বন্ধ, ভোট বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। শীতলকুচিতে ২০-২৫ বছর বয়সের ৪ জনকে মেরে ফেলা হয়েছে ভোটের লাইনে। আমাকে যেতে দেওয়া হলো না। ৭২ ঘণ্টা যেতে দেওয়া হলো না। পরিবারের সঙ্গে কথা বলতাম। আমি রয়েল বেঙ্গল টাইগার। কোথায় আটকাবে আমাকে? নরেন্দ্র মোদি ক্লিনচিট দিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে, স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করেছে এই পুরো ঘটনায়। হেরে গেছে বলেই এখন বোমা চালাচ্ছে, গুলি চালাচ্ছে।

আজ রবিবার পশ্চিমবঙ্গের রাজগঞ্জের সভায় নরেন্দ্র মোদি ও অমিত শাহকে আক্রমণ করে এসব কথা বলেন মমতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, গুলির দাম বেশি না ব্যালটের? বুলেটের বদলা চাই ব্যালটে। খেলা হবে মনে রাখবেন। আমরা বদলা নেবো। অমিত শাহের পদত্যাগের দাবিতে কালো দিবস হচ্ছে রাজ্যজুড়ে। আমার কাছে ভিডিও আছে। চ্যালেঞ্জ করে বলছি ওদের পার্টির লোকেরা নির্দেশ দিয়েছে বুকে গুলি করতে। হযবরল, যাকে খুশি তাকে দায়িত্ব দিয়ে রেখেছে ভোট সামলানোর। এটা লজ্জা।