মুম্বাইয়ের বিপক্ষে সাকিব কি খেলছেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম ম্যাচে আজ সন্ধ্যায় মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নিজেদের প্রথম ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২ উইকেটে হেরে আইপিএল অভিযান শুরু করেছে গত ১৩ আসরের মধ্যে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

অন্যদিকে সাকিব আল হাসানদের কেকেআর নিজেদের প্রথম ম্যাচে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৮৭ রান করে ১০ রানের জয়ে আইপিএলের ১৪তম আসর শুরু করে।

প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া মুম্বাই আজ দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করবে। অন্যদিকে সাকিব আল হাসানদের কেকেআর চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে।

আগের ম্যাচে জয় পেলে কোনো দল সাধারণত উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না। সেই হিসেবে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে ইয়ন মরগানের নেতৃত্বাধীন কেকেআর। যদি তাই হয় তাহলে মুম্বাইয়ের বিপক্ষে সাকিব খেলছেন।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও কেকেআর অতীতে ২৭ ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে মাত্র ৬ ম্যাচে জয় পায় কেকেআর, আর ২১ ম্যাচে জয় পায় মুম্বাই।

অতীত সমীকরণের পাশাপশি দল হিসেবেও ব্যালেন্স উভয় দল। তবে নির্দিষ্ট দিনে যারাই নিজেদের সেরাটা দিতে পারবে জয় তাদেরই ধরা দেবে।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: নীতিশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং ও প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, ক্রিস লিন, সুরাইয় কুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, করুনাল পান্ডিয়া, রাহুল চাহার, মার্কু জেনসিন, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।