খালেদা জিয়া ভালো আছেন : চিকিৎসক

khaleda
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো রয়েছে। আজ মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন এই কথা জানিয়েছেন।

এর আগে আজ দুপুরে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান ব্যক্তিগত চিকিৎসক দল।

করোনা সংক্রমিত কি না তা জানতে গত শনিবার (১০ এপ্রিল) পরীক্ষার জন্য নমুনা দেওয়া হলে রিপোর্ট পজিটিভ আসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।

বিভিন্ন সূত্রে জানা যায়, ফিরোজায় আরো ৯ জন স্টাফও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার বিকেলে জানান, তিনি (খালেদা জিয়া) ভালো আছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। বর্তমানে বাসায়ই ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

পারিবারিক সূত্র মতে, খালেদা জিয়ার বাসায় দায়িত্বরত নার্স রূপা আক্তার, গৃহকর্মী ফাতেমা বেগম ও স্টাফ আবুল খায়ের, আলমগীর, চান্দু, লালু, বাবুর্চি রতন, ড্রাইভার জালাল ও রহিম করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এই স্টাফদের কারো অবস্থাই ততটা গুরুতর নয়। ওই বাসায় রান্না করা খাবারই এখন খালেদা জিয়া খাচ্ছেন বলে জানা গেছে।