আরও ১ সপ্তাহ বন্ধ থাকবে গণপরিবহন

ফাইল ফটো

করোনা (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় চলমান বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আরও সাত দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ আগামী ৫ মে পর্যন্ত এই ‘বিধিনিষেধ’ বহাল থাকছে। এই সময় পর্যন্ত গণপরিবহনও বন্ধ থাকবে।

আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী জানান, আগামীকাল (মঙ্গলবার) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
উল্লেখ্য, দেশে প্রথমে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। সেই মেয়াদ শেষ হয় গত ২১ এপ্রিল মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবার আরেক দফা এই মেয়াদ বাড়ানো হচ্ছে।