আইপিএলের বাকি অংশ ইংল্যান্ডে আয়োজনের প্রস্তাব

ভয়াবহ কোভিড পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে আইপিএল। টুর্নামেন্টের মাঝামাঝি এসে বন্ধ হওয়ায় ২৫০০ কোটি রুপি ক্ষতি হবে বলে দাবি করছে বিসিসিআই। ভারতে করোনা সংক্রমণ প্রতিদিন বেড়ে চলায় আইপিএল আবার মাঠে গড়ানো নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এর মাঝেই টুর্নামেন্টটির বাকি ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ডের কয়েকটি কাউন্টি ক্লাব। আইপিএল আয়োজনের জন্য এমসিসি, সারে ও ওয়ারউইকশায়ার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে চিঠি লিখেছে।

ক্রিকইনফো জানিয়েছে, ক্লাব তিনটির ঘরের মাঠ যথাক্রমে লর্ডস, দা ওভাল ও এজবাস্টন। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে দুই সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা করছে ক্লাবগুলো। তবে স্থগিত টুর্নামেন্টটি আয়োজন করতে হলে কাউন্টি ক্লাবগুলোকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কোয়ারেন্টিন আইন মেনে সারা বিশ্ব থেকে খেলোয়াড় নিয়ে আসা হবে কঠিন। তাছাড়া ওই সময় ভারত আর ইংল্যান্ডের ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকবে।

১৪ সেপ্টেম্বর শেষ হবে ভারত-ইংল্যান্ড সিরিজ। ক্লাবগুলোর দাবি, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামূলক ব্যস্ততা কম থাকবে। তাই তখন ইংল্যান্ডে আইপিএল আয়োজনে উপযুক্ত সময়। প্রস্তাবটি গৃহীত হলে আরেক কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডেও ম্যাচ আয়োজন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছর করোনার কারণে আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এবারও আইপিএলের বাকি অংশ আমিরাতে সরিয়ে নেওয়া হতে পারে।