ন্যানসির মেয়ে বুশরার প্রথম মৌলিক গান

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির মেয়ে মারজিয়া বুশরা রোদেলা। কিছুদিন আগে লাকী আখন্দের কালজয়ী গানগুলো একটি ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ গেয়ে বেশ আলোচনায় এসেছিলেন। এবার মৌলিক গান নিয়ে হাজির হলেন রোদেলা। আসন্ন ঈদ উপলক্ষে ‘আমি উড়ে যেতে চাই’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

‘আমি উড়ে যেতে চাই’ গানের কথা লিখেছেন মহসীন মেহেদী ও এহসান রাহী। সুর করেছেন এহসান রাহী। সংগীতায়জন করেছেন মীর মাসুম। ভিডিওগ্রাফিতে ছিলেন চন্দন রায় চৌধুরী।

আজ সন্ধ্যা ৭টায় ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে রোদেলার মৌলিক গান ‘আমি উড়ে যেতে চাই’।

জীবনের প্রথম মৌলিক গান গেয়ে উচ্ছ্বাসিত মারজিয়া বুশরা রোদেলা। তিনি বলেন, এর আগে ‘প্রজাপতি’, ‘আমায় ডেকো না’, ‘অলিরও কথা কথা শুনে’সহ মোট ৪টি গান করা হয়েছে। কিন্তু মৌলিক গান করা হয়নি। খুব ভালো লাগছে যে জীবনে প্রথম মৌলিক গান করলাম। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

তার কথায়, ‘ঈদুল আজহায় ‘তোমাকে চাই’ শিরোনামে আমার আরও একটি মৌলিক গান আসবে।

ন্যানসির মেয়ে রোদেলার প্রথম মৌলিক গান

ন্যানসি বলেন, ‘আমরা যখন আমাদের ক্যারিয়ার শুরু করেছিলাম তখন আমরা অনেক নারভাস ছিলাম। কিন্তু ও ছোটবেলা থেকেই অনেক সাহসী। তাই এটা ওর জন্য অনেক সহজ হয়েছে। রোদেলা জীবনে প্রথম মৌলিক গান করলো- ওর প্রথম গানের যে কথা-সুর, সেটা উঠতি বয়সীদের গান। সে হিসেবে রোদেলা গানটি অনেক ভালো গেয়েছে। আমারও ভালো লেগেছে। আশাকরি সবারই ভালো লাগবে।’

ন্যানসির কথায়, ‘পেশা নয়, ভালোলাগা-ভালোবাসা থেকেই রোদেলা গান গায়। মা হিসেবে আমার বিশ্বাস, বয়সের সাথে সাথে ওর কণ্ঠ আরও পরিণত হবে এবং সে আরও ভালো গাইবে। সবাই ওর গান শুনবেন, উৎসাহ দেবেন।’