ফিলিস্তিনের শিশুদের জন্য আফ্রিদির হৃদয় ছোঁয়া বার্তা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত কিছু দিন ধরেই হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে আছে অর্ধশতাধিক শিশুও। এমতাবস্থায় নিষ্পাপ ফিলিস্তিনি শিশুদের উদ্দেশ্যে হৃদয় ছোঁয়া বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।

গাজায় ইসরায়েলের আগ্রাসনে ক্ষোভে ফুঁসে উঠেছেন ক্রিকেট তারকারা। রশিদ খান, হাশিম আমলা, কাগিসো রাবাদা থেকে শুরু করে বাংলাদেশের মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, জামাক ভূঁইয়ারা ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন।

এবার ফিলিস্তিনিদের সমর্থনের মিছিলে যোগ দিয়েছেন আফ্রিদিও। মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে হৃদয় ছোঁয়া বার্তা পোস্ট করেছেন তিনি। টুইটারে এই অলরাউন্ডার লিখেছেন, ‘ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য আমার এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সঙ্গেই চলছে।’

তিনি আরো লিখেছেন, ‘বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তি পাবে ফিলিস্তিন। আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়।’