ইসরায়েলি বর্বরতায় যে পরিমাণ ক্ষতি হলো ফিলিস্তিনের

ফিলিস্তিনের গাজায় গত ১০ মে থেকে চালানো ইসরাইলের বর্বর হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে ২৪৮ জন নিহত হয়েছেন। এ ছাড়াও ইসরাইলি হামলায় ১ হাজার ৯৪৮ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েলের হামলার সময় অনেক ফিলিস্তিনি পরিবািই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন, পরে যুদ্ধবিরতির ফিরে দেখেন বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও কল-কারখানা কিছু নেই। বাড়ি-ঘর, রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থাসহ সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

হামাস মিডিয়ার দাবি করেছে, গত কয়েকদিনে ইসরায়েলি রকেট বেছে বেছে টার্গেট করেছে ফিলিস্তিনের শিল্প-কারখানা গুলোকে। ব্যাপকতার দিক থেকে তাই এবার ক্ষতির পরিমাণ অনেকটা বেশি। প্রাথমিক হিসাবে সব কিছু মিলিয়ে গত ১১ দিনে প্যালেস্তাইনের ক্ষতি আনুমানিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার।

বিধ্বস্ত হয়েছে ফিলিস্তিনের বিদ্যুৎ পরিকাঠামোও। এখানে শেষ নয়, ৬২ মিলিয়ন ডলারের সঙ্গে যোগ হবে আরও ২৭ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির হিসাব। এই পরিমাণ ক্ষতি দেশটির কৃষিখাতে হয়েছে। ইসরায়েলি রকেট হামলায় সবুজ কৃষিক্ষেত্র এখন ধূসর হয়ে গেছে। সূত্র : সংবাদ প্রতিদিন।