রুক্ষ চুলের যত্নে করণীয়

অনেকের চুল রুক্ষ হয়ে যাওয়ার কারণে দেখতে প্রাণহীন লাগে। মূলত সারাদিন বাইরে থাকায় ধুলাবালি, ময়লা ইত্যাদি চুলের ক্ষতি করে। এছাড়া সঠিক খাদ্যাভ্যাস ও যত্নের অভাবেও আমাদের চুল রুক্ষ হতে থাকে।

এক্ষেত্রে অনেকেরই বাহানা থাকে, সময়ের অভাবে পার্লারে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই চুলের যত্নও হচ্ছে না। বাহানা ছাড়ুন, চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে পার্লারে না ছুটে ঘরেই নিন সঠিক যত্ন। তবেই রুক্ষ চুল ফিরে পাবে প্রাণ। এক্ষেত্রে বেসনের হেয়ার মাস্ক খুবই উপকারী। চলুন তবে জেনে নেয়া যাক বেসনের হেয়ার মাস্ক তৈরি ও ব্যবহার পদ্ধতি-

যা যা লাগবে

দুই টেবিল চামচ বেসন, এক চা চামচ নারকেল তেল, দুই চা চামচ মধু, কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ও সামান্য পানি।

তৈরি ও ব্যবহার পদ্ধতি

রুক্ষ চুল সুস্থ ও ঝলমলে করতে ব্যবহার করুন বেসন। দুই টেবিল চামচ বেসনের সঙ্গে এক চা চামচ নারকেল তেল, দুই চা চামচ মধু, কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ও সামান্য পানি মিশিয়ে শ্যাম্পুর মতো তৈরি করে নিন। এবার ভেজা চুলে শ্যাম্পু করার মতো মিশ্রণটি ব্যবহার করুন। এভাবে মিনিট পাঁচেক রেখে ধুয়ে ফেলুন। চুলে প্রাণ ফিরবে দ্রুতই।