নতুন পরিকল্পনা জানালেন এরদোগান

erdagon - erdogan turky

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান দেশটির অর্থনীতি আরও সমৃদ্ধ করতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। তার নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে ফিলিওস ভ্যালি প্রজেক্ট। এ প্রজেক্টের আওতায় অর্থনৈতিক অঞ্চল, বন্দর, রেল ও অন্যান্য পরিবহন সুবিধা রয়েছে।

প্রসঙ্গত, ফিলিওস ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে তুরস্কের প্রথম মেগা ইন্ডাস্ট্রিয়াল জোন। প্রায় ৬০০ হেক্টর জায়গা রয়েছে এ ইন্ডাস্ট্রিয়াল জোনে।

এদিকে, কৃষ্ণসাগরে আরও ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার করেছে তুরস্ক। এই নিয়ে ওই এলাকায় তুরস্কের গ্যাস আবিষ্কারের পরিমাণ দাঁড়াল ৫৪০ বিলিয়ান ঘনমিটারে। কৃষ্ণ সাগরের দক্ষিণাঞ্চলে গ্যাসের এই বিশাল মজুদ আবিষ্কার করেছে তুরস্ক।
গত বছর তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ কৃষ্ণ সাগরের পশ্চিমাঞ্চলে ৪০৫ বিলিয়ান ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছিল। এটি ছিল তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার।

শুক্রবার কৃষ্ণসাগর নতুন করে ১৩৫ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার কথা জানান এরদোগান।

তিনি বলেন, “তেল-গ্যাস অনুসন্ধান এখনও চলছে। আমরা আশা করি ওই অঞ্চল থেকে আরও নতুন ভালো খবর আসবে।”