উইন্ডোজ ১১-এর ডিজাইন ফাঁস

কয়েকদিনের মধ্যেই পরবর্তী প্রজন্মের উইন্ডোজ আনছে মাইক্রোসফট। বিশ্বসেরা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি প্রায় ৬ বছর পর নতুন উইন্ডোজ আনতে যাচ্ছে। এর মধ্যেই ‘উইন্ডোজ ১১’ এর সম্ভাব্য ডিফল্ট ওয়ালপেপারসহ একাধিক ডিজাইন ফাঁস হয়ে গেছে।
বুধবার এই তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ।

ফাঁস হওয়া নতুন ডিজাইনে মুগ্ধ হয়েছে অনেকেই। অনেকে বলছেন, আগের উইন্ডোজগুলোর চেয়ে এটিই সেরা। কারণ এর ওয়ালপেপার ডার্ক ও লাইট উভয় মোডেই পাওয়া যাবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, নতুন উইন্ডোজে নতুন অনেক কিছুই যুক্ত হবে। এমনকি বাদও যাবে অনেক ফিচার। নতুন উইন্ডোজে আরও উন্নত অপারেটিং সিস্টেম আনা হবে। এতে এক পাশে স্টার্ট মেনুতে ফাইল এক্সপ্লোরার থাকবে। যার মাধ্যমে সব অ্যাপ খুঁজে পাবেন ব্যবহারকারীরা।

দ্য ভার্জে বলা হয়েছে, কয়েকটি ওয়ালপেপার রয়েছে এরই মধ্যে দেখা গেছে। এগুলোকে ‘ক্যাপচার্ড মোশন’, ‘ফ্লো’, ‘গ্লো’ এবং ‘সানরাইজ’ শ্রেণিতে ভাগ করা হয়েছে। তবে উইন্ডোজ ইলেভেনের জন্য কোন ওয়ালপেপার চূড়ান্ত হবে, সেটি এখনও জানা যায়নি।

কয়েকদিন আগে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, উইন্ডোজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো উইন্ডোজ ১১। এটি আমাদের বিগত সময়ের যেকোনো উইন্ডোজের চেয়ে আলাদা।

এটিকে ‘আগামী প্রজন্মের উইন্ডোজ’ বলা হচ্ছে। ২৪ জুন আনুষ্ঠানিকভাবে এটি অবমুক্ত হতে পারে। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং প্রধান পণ্য কর্মকর্তা প্যানোস প্যান। সেদিন তারা সফটওয়্যারটির বিভিন্ন দিক ও ফিচার সম্পর্কে বিস্তারিত ধারণা দেবেন।

মাইক্রোসফট এবার থার্ড পার্টি কমার্স প্ল্যাটফরম অ্যাপে নিয়ে আসতে পারে। মাইক্রোসফট অ্যাপ স্টোরে থার্ড পার্টি ডেভেলপাররাও নিজেদের অ্যাপ তৈরি করে এতে অন্তর্ভুক্ত করতে পারবে। উইন্ডোজ স্টোরে গুগল ক্রোমের মতো অ্যাপও সাবমিট করতে পারবেন ব্যাবহারকারীরা।