পরিসংখ্যানে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ

ছয় বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে প্যারাগুয়ের বিপক্ষে জয়ের স্বাদ পেল আর্জেন্টিনা। আর টানা দুই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার নকআউট পর্বে উঠল লিওনেল স্কালোনির দল।
ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে লিওনেল মেসির দল।

ম্যাচটিতে ব্যক্তিগত এবং দলগত কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো পাঠকদের জন্য।

>> প্রতিযোগিতামূলক ফুটবলে চার ম্যাচ পর প্যারাগুয়েকে হারাল আর্জেন্টিনা (৩ ড্র, ১ পরাজয়)। দলটির বিপক্ষে তাদের আগের জয়টি এসেছিল কোপা আমেরিকা ২০১৫ আসরে, ৬-১ গোলে।

>> সব মিলিয়ে ১৬ ম্যাচে অপরাজিত রইলো আর্জেন্টিনা (৯ জয়, ৭ ড্র)। ২০১৯ সালে কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারের পর থেকে পরাজয়ের স্বাদ পায়নি তারা।

>> নিজেদের শেষ চার ম্যাচে এই নিয়ে তিনটিতে গোল করতে ব্যর্থ হলো প্যারাগুয়ে। চলতি আসরের প্রথম রাউন্ডে বলিভিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচে তারা সবশেষ বল জালে জড়ায়।

>> হাভিয়ের মাসচেরানোর সাথে যৌথভাবে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন মেসি (১৪৭ ম্যাচ)। আর প্রতিযোগিতামূলক ফুটবলে এটি ছিল মেসির শততম ম্যাচ।

>> আর্জেন্টিনার বিপক্ষে ৯ ম্যাচে এই প্রথম বল ধরে রাখায় তাদের পেছনে ফেলেছে প্যারাগুয়ে (৫৬.৯%)।

>> প্যারাগুয়ের বিপক্ষে গোলে ৮ টি শট নিয়েছে আর্জেন্টিনা, লিওনেল স্কালোনির কোচিংয়ে এক ম্যাচে শট নেওয়ার ক্ষেত্রে যা যৌথভাবে দ্বিতীয় সর্বনিন্ম। ২০২০ সালে একুয়েডরের বিপক্ষে ম্যাচে তারা সমানসংখ্যক শট নিয়েছিল। প্যারাগুয়ের বিপক্ষে ২০১৯ কোপা আমেরিকার ম্যাচ নিয়েছিল ৭ শট।