রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরো ১২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ৫ জন পজিটিভ এবং ৭ জন উপসর্গে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি মাসের ৩০ দিনে (১ থেকে ৩০ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৫ জন। এর মধ্যে ১৭০ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৮ জন রাজশাহীর (পজিটিভ ৩, উপসর্গে ৫), চাঁপাইনবাবগঞ্জের ২ জন (পজিটিভ ১, উপসর্গে ১), নাটোরের ১ জন (উপসর্গে), নওগাঁয় ১ জন (পজিটিভ)।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন। এর মধ্যে রাজশাহীর ৪৩, চাঁপাইনবাবগঞ্জের ৮, নাটোরের ৪, নওগাঁর ৬, পাবনার ২ জন। একই সময় সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৫৫ জন।

তিনি বলেন, আজ বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪০৫ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪৬০ জন। গতকাল মঙ্গলবার ভর্তি ছিলেন ৪৫৯ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

রামেক পরিচালক জানান, শনিবার রাজশাহীর দুই ল্যাবে তিন জেলার ৬৪৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে ২৪৮ জনের। এদিন রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহী শনাক্তের হার ৩২ দশমিক ০৬ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ৫০ দশমিক ০০ শতাংশ ও নওগাঁয় ৪৮ দশমিক ৭৮ শতাংশ।