সার্জিক্যাল মাস্কে সংক্রমণের ঝুঁকি বেশি: গবেষণা

মাস্কের মানের ওপর করোনা সংক্রমণের ঝুঁকি নির্ভর করে বলে এক গবেষণায় উঠে এসেছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের গবেষণার বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

গবেষণায় বলা হয়েছে, এফএফপি-থ্রি নামে পরিচিত উন্নতমানের মাস্ক পরলে, তা ভাইরাস সংক্রমণ থেকে শতভাগ সুরক্ষা দিতে পারে। অপরদিকে হাসপাতালের কর্মীদের ব্যবহৃত সার্জিক্যাল মাস্কে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে।

যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্মীদের উন্নতমানের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী দেওয়ার দাবি চলে আসছে বেশ আগে থেকে। এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টে নিয়মিত কোভিড পরীক্ষার সময় এ গবেষণার তথ্য সংগ্রহ করা হয়।

গবেষণার ফলাফল পিআর-রিভিউয়ের আগে খসড়া গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে। যাতে জানা গেছে, তরল কিছু আটকাতে সক্ষম সার্জিক্যাল মাস্ক কারো সুরক্ষার জন্য পর্যাপ্ত নয়। সূত্র : বিবিসি।