আজ থেকে ব্যাংকে লেনদেন ১০টা-দেড়টা

সীমিত পরিসরে আজ সোমবার থেকে খোলা থাকছে ব্যাংক। লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

করোনার বিস্তার রোধে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকারঘোষিত কঠোর লকডাউনের মধ্যে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সময় নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে আন্ত ব্যাংক চেক নিষ্পত্তির নতুন সূচিও ঘোষণা করা হয়েছে।

ব্যাংক খোলা রাখা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, বিধি-নিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ প্রতি রবিবারও ব্যাংক বন্ধ থাকবে।

ছুটির দিন ও রবিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনে ব্যাংকিং সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।